ফেসবুকে পোস্ট দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাস্তিক আখ্যা দিয়ে নিজ গ্রাম ও আশপাশের মানুষের হুমকি এবং সমালোচনার চাপে বিপর্যস্ত হয়ে শাকিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত মেলে। এতে শাকিল দাবি করে গেছেন, তিনি নাস্তিক নন এবং মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি করেননি।
শাকিলের মৃত্যুর আগে তাঁর ফেসবুক আইডি থেকে ‘আত্মহত্যাসংক্রান্ত’ একটি চিরকুট পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘আমি (শাকিল) জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদ (সা.)-কে কোনো কটূক্তি করিনি। আমার বাবা-মাকে যেন লজ্জায় মুখ না লুকাতে হয়। এই লজ্জা নিয়ে বাঁচা যায় না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না।’
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমার চোখ, কিডনি সব দান করে গেলাম, এগুলো যেন নিয়ে নেওয়া হয়... বিদায়।’
শাকিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ’১৮-১৯ সেশনের ভাস্কর্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে অন্যের একটি ফেসবুক পোস্টে করা মন্তব্যের জেরে শাকিলকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। মন্তব্যটি ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিতর্কের পর শাকিল সেই মন্তব্য মুছে ফেলেন। স্বজনেরা বলেছেন, গত সোমবার মন্তব্যটি স্থানীয় কিছু ব্যক্তি নতুন করে ভাইরাল করেন। তাঁরা অভিযোগ করেন, ওই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলকে হত্যাসহ নানা হুমকি-ধমকি দেন।
স্বজনেরা বলেছেন, সোমবার রাতেই শাকিলের নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু লোক তাঁদের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং নানা হুমকি দেয়। এসব ঘটনার পর সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাকিল নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, শাকিলের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে গ্রামে সালিস বসানোর কথা ছিল। সেই সালিসে তাঁর মা-বাবাকে হাজির হতে বলা হয়। শাকিল আশঙ্কা করছিলেন, এতে তাঁর মা-বাবাকে অপমান করা হবে। বন্ধুদের ধারণা, এই মানসিক চাপ তিনি নিতে পারেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

মানিকগঞ্জের সিংগাইরের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাস্তিক আখ্যা দিয়ে নিজ গ্রাম ও আশপাশের মানুষের হুমকি এবং সমালোচনার চাপে বিপর্যস্ত হয়ে শাকিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত মেলে। এতে শাকিল দাবি করে গেছেন, তিনি নাস্তিক নন এবং মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি করেননি।
শাকিলের মৃত্যুর আগে তাঁর ফেসবুক আইডি থেকে ‘আত্মহত্যাসংক্রান্ত’ একটি চিরকুট পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘আমি (শাকিল) জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদ (সা.)-কে কোনো কটূক্তি করিনি। আমার বাবা-মাকে যেন লজ্জায় মুখ না লুকাতে হয়। এই লজ্জা নিয়ে বাঁচা যায় না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না।’
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমার চোখ, কিডনি সব দান করে গেলাম, এগুলো যেন নিয়ে নেওয়া হয়... বিদায়।’
শাকিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ’১৮-১৯ সেশনের ভাস্কর্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে অন্যের একটি ফেসবুক পোস্টে করা মন্তব্যের জেরে শাকিলকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। মন্তব্যটি ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিতর্কের পর শাকিল সেই মন্তব্য মুছে ফেলেন। স্বজনেরা বলেছেন, গত সোমবার মন্তব্যটি স্থানীয় কিছু ব্যক্তি নতুন করে ভাইরাল করেন। তাঁরা অভিযোগ করেন, ওই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলকে হত্যাসহ নানা হুমকি-ধমকি দেন।
স্বজনেরা বলেছেন, সোমবার রাতেই শাকিলের নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু লোক তাঁদের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং নানা হুমকি দেয়। এসব ঘটনার পর সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাকিল নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, শাকিলের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে গ্রামে সালিস বসানোর কথা ছিল। সেই সালিসে তাঁর মা-বাবাকে হাজির হতে বলা হয়। শাকিল আশঙ্কা করছিলেন, এতে তাঁর মা-বাবাকে অপমান করা হবে। বন্ধুদের ধারণা, এই মানসিক চাপ তিনি নিতে পারেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে