ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।
এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।
এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে