সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই মাসের শিশুকে ঘরের সিঁধ কেটে অপহরণ করেন ঝন্টু ও সজল মিয়া নামের দুজন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে ১ হাজার টাকায় বিক্রি করেন তারা। পরে দুজনকে আটক করে পুলিশ তুলে দিয়েছে স্থানীয়রা।
আজ রোববার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়া শিশুটির আবু বক্করের বাবা আরিফ হোসেন বলেন, ‘রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। বাতি জ্বালিয়ে দেখি ঘরের ভেতর বড় ধরনের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমাদের সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।’
স্থানীয়রা বলছে, ঝন্টু ও সজল দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা জোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে অপহরণ করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সজল ও তাসলিমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় আরেক অভিযুক্ত ঝন্টু মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামি পালিয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’
এ দিকে শিশু অপহরণের ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই মাসের শিশুকে ঘরের সিঁধ কেটে অপহরণ করেন ঝন্টু ও সজল মিয়া নামের দুজন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে ১ হাজার টাকায় বিক্রি করেন তারা। পরে দুজনকে আটক করে পুলিশ তুলে দিয়েছে স্থানীয়রা।
আজ রোববার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়া শিশুটির আবু বক্করের বাবা আরিফ হোসেন বলেন, ‘রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। বাতি জ্বালিয়ে দেখি ঘরের ভেতর বড় ধরনের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমাদের সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।’
স্থানীয়রা বলছে, ঝন্টু ও সজল দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা জোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে অপহরণ করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সজল ও তাসলিমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় আরেক অভিযুক্ত ঝন্টু মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামি পালিয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’
এ দিকে শিশু অপহরণের ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৮ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩১ মিনিট আগে