ফয়সাল পারভেজ, মাগুরা

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১১ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে