ফয়সাল পারভেজ, মাগুরা

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
২০ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৮ মিনিট আগে