ফয়সাল পারভেজ, মাগুরা

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়।
আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে।
ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’
ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’
লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’
হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে