মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের একটি স্কুলের শিক্ষকের সঙ্গে একই স্কুলের ছাত্রীর সঙ্গে বাল্য বিবাহের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাটি তদন্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
ওই শিক্ষকের নাম শিক্ষক তারিকুল ইসলাম। তিনি সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় সত্যতা যাচাইয়ের জন্য তাঁর মোবাইলে কল দেওয়া হলে তিনি সাংবাদিকের নামে মিথ্যা আইসিটি মামলার হুমকি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নবম শ্রেণিতে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছাত্রী এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত বুধবার বিয়ের আয়োজন করা হয়। সদরের বাজার রাধানগর এলাকায় ভাড়া বাসায় বয়স গোপন করে বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে ওই স্কুলের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক ওলিয়ার রহমান উপস্থিত ছিলেন। এই ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করছেন উপজেলা প্রশাসন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, ‘মেয়েটা আমার ছাত্রী ছিল তবে সে সবেমাত্র পাস করে বের হয়েছে। বিদ্যালয়ের ওই শিক্ষকের অনুরোধে বিয়ে সময় গিয়ে দেখি আমার ছাত্রী তখন আমি ওই স্থান ত্যাগ করি। তবে মেয়েটির বিয়ের বয়স এখনো হয়নি।
অভিযুক্ত শিক্ষক তারিকুল ইসলাম অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা ভুয়া নিউজ। এমন কোনো ঘটনা ঘটেনি। এই খবর আপনাকে কে দিল! আমার নাম্বার কই পেয়েছেন’-এই কথা বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক ও ওই শিক্ষকের কাছে আমরা লিখিত ভাবে জানতে চাইব। পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, স্কুলটি জাতীয়করণ করা হলেও শিক্ষক-কর্মচারী এখনো এমপিও হিসেবে বেতন-ভাতা পেয়ে আসছেন। কয়েক বছর আগে নিয়োগ দেওয়া হলেও অজ্ঞাত কারণে অভিযুক্ত ওই শিক্ষক এমপিওভুক্ত হননি। তবে স্কুলের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে জনবল সরকারি হওয়ার তালিকায় তাঁর নাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের একটি স্কুলের শিক্ষকের সঙ্গে একই স্কুলের ছাত্রীর সঙ্গে বাল্য বিবাহের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাটি তদন্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
ওই শিক্ষকের নাম শিক্ষক তারিকুল ইসলাম। তিনি সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় সত্যতা যাচাইয়ের জন্য তাঁর মোবাইলে কল দেওয়া হলে তিনি সাংবাদিকের নামে মিথ্যা আইসিটি মামলার হুমকি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নবম শ্রেণিতে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছাত্রী এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত বুধবার বিয়ের আয়োজন করা হয়। সদরের বাজার রাধানগর এলাকায় ভাড়া বাসায় বয়স গোপন করে বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে ওই স্কুলের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক ওলিয়ার রহমান উপস্থিত ছিলেন। এই ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করছেন উপজেলা প্রশাসন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, ‘মেয়েটা আমার ছাত্রী ছিল তবে সে সবেমাত্র পাস করে বের হয়েছে। বিদ্যালয়ের ওই শিক্ষকের অনুরোধে বিয়ে সময় গিয়ে দেখি আমার ছাত্রী তখন আমি ওই স্থান ত্যাগ করি। তবে মেয়েটির বিয়ের বয়স এখনো হয়নি।
অভিযুক্ত শিক্ষক তারিকুল ইসলাম অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা ভুয়া নিউজ। এমন কোনো ঘটনা ঘটেনি। এই খবর আপনাকে কে দিল! আমার নাম্বার কই পেয়েছেন’-এই কথা বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক ও ওই শিক্ষকের কাছে আমরা লিখিত ভাবে জানতে চাইব। পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, স্কুলটি জাতীয়করণ করা হলেও শিক্ষক-কর্মচারী এখনো এমপিও হিসেবে বেতন-ভাতা পেয়ে আসছেন। কয়েক বছর আগে নিয়োগ দেওয়া হলেও অজ্ঞাত কারণে অভিযুক্ত ওই শিক্ষক এমপিওভুক্ত হননি। তবে স্কুলের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে জনবল সরকারি হওয়ার তালিকায় তাঁর নাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
২১ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৮ মিনিট আগে