মাগুরা প্রতিনিধি

মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মধু শিকদার, নিলুফা রানী দে ও পুষ্পা রানী দে।
নিহতরা শালিখা উপজেলা ও যশোর সীমান্ত নারিকেলবাড়িয়ার বলে জানা গেছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এতে অটোরিকশায় থাকা অন্তত ৯ জন আহত হয়েছেন।
শালিখা উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সঞ্জয় দেবনাথ বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গেলে শুধু অটোরিকশাটি দেখতে পাই। ঘটনাস্থলে দুজন নারীর মরদেহ দেখতে পাই। মরদেহ মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেই। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।’
ফায়ার সার্ভিস জানায়, ওই অটোরিকশা মাগুরা থেকে নারিকেলবাড়িয়ার দিকে এক সনাতন ধর্মের নামযজ্ঞের অনুষ্ঠানে যাচ্ছিল। অটোরিকশায় মোট ১২ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে হাজামতলা মোড়ে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, হাসপাতালে দুর্ঘটনায় আহত একজনকে নিয়ে আসে। তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে আহত কয়েকজন ভর্তি হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
নিহতদের এলাকা সংলগ্ন স্থানীয় সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি বলেন, নিহতরা সবাই নারিকেলবাড়িয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। কিন্তু পথে তিনজনের প্রাণ যায়। নিহতদের মধ্যে নিলুফা রানী দে ও পুস্পা রানী পরস্পর একই পরিবারের দুই ভাইয়ের বউ।
মাগুরা সদর হাসপাতালের পুলিশ সদস্য মো. হজরত বলেন, নিহত একজনকে সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি দুজন ঘটনাস্থলে মারা গেছেন শুনেছি। সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মধু শিকদার, নিলুফা রানী দে ও পুষ্পা রানী দে।
নিহতরা শালিখা উপজেলা ও যশোর সীমান্ত নারিকেলবাড়িয়ার বলে জানা গেছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এতে অটোরিকশায় থাকা অন্তত ৯ জন আহত হয়েছেন।
শালিখা উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সঞ্জয় দেবনাথ বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গেলে শুধু অটোরিকশাটি দেখতে পাই। ঘটনাস্থলে দুজন নারীর মরদেহ দেখতে পাই। মরদেহ মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেই। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।’
ফায়ার সার্ভিস জানায়, ওই অটোরিকশা মাগুরা থেকে নারিকেলবাড়িয়ার দিকে এক সনাতন ধর্মের নামযজ্ঞের অনুষ্ঠানে যাচ্ছিল। অটোরিকশায় মোট ১২ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে হাজামতলা মোড়ে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, হাসপাতালে দুর্ঘটনায় আহত একজনকে নিয়ে আসে। তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে আহত কয়েকজন ভর্তি হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
নিহতদের এলাকা সংলগ্ন স্থানীয় সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি বলেন, নিহতরা সবাই নারিকেলবাড়িয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। কিন্তু পথে তিনজনের প্রাণ যায়। নিহতদের মধ্যে নিলুফা রানী দে ও পুস্পা রানী পরস্পর একই পরিবারের দুই ভাইয়ের বউ।
মাগুরা সদর হাসপাতালের পুলিশ সদস্য মো. হজরত বলেন, নিহত একজনকে সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি দুজন ঘটনাস্থলে মারা গেছেন শুনেছি। সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে