মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৯ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩২ মিনিট আগে