মাদারীপুর প্রতিনিধি

তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেলিম শিকদার (৪৮)। ছুটি শেষে ঢাকায় নিজ কর্মস্থলে ফেরার পথে বাঁশবোঝাই নছিমনের চাপায় মারা গেছেন তিনি।
আজ রোববার ভোরে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেলিম শিকদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে তাঁর ব্যক্তিগত স্কুটার নিয়ে বাড়িতে আসেন সেলিম শিকদার। পরে ছুটি কাটানো শেষে শনিবার দুপুরে নিজ কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকায় ফেরার পথে শিবচরের চান্দেরচর এলাকায় পৌঁছালে একটি বাঁশবোঝাই নছিমন তাঁর স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে সেখান থেকে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁর অবস্থায় অবনতি হলে সেখান থেকে ঢাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের প্রতিবেশী হাসান মাতুব্বর বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ ছিলেন। শবে বরাতে তিনি বাসায় এসেছিলেন। তবে তিনি যে এভাবে মারা যাবেন তা আমরা কেউ ভাবতে পারিনি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে শুনিনি, তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেলিম শিকদার (৪৮)। ছুটি শেষে ঢাকায় নিজ কর্মস্থলে ফেরার পথে বাঁশবোঝাই নছিমনের চাপায় মারা গেছেন তিনি।
আজ রোববার ভোরে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেলিম শিকদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে তাঁর ব্যক্তিগত স্কুটার নিয়ে বাড়িতে আসেন সেলিম শিকদার। পরে ছুটি কাটানো শেষে শনিবার দুপুরে নিজ কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকায় ফেরার পথে শিবচরের চান্দেরচর এলাকায় পৌঁছালে একটি বাঁশবোঝাই নছিমন তাঁর স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে সেখান থেকে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁর অবস্থায় অবনতি হলে সেখান থেকে ঢাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের প্রতিবেশী হাসান মাতুব্বর বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ ছিলেন। শবে বরাতে তিনি বাসায় এসেছিলেন। তবে তিনি যে এভাবে মারা যাবেন তা আমরা কেউ ভাবতে পারিনি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে শুনিনি, তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে