Ajker Patrika

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর সুমন সিপাহি (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুমন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহির ছেলে।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাহেরচর কাতলা এলাকার কয়েকজন যুবক পিকনিকে যান। আড়িয়াল খাঁ নদে ট্রলার ভাড়া করে বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সুমন সিপাহি নিখোঁজ হন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফায় উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পায়নি। দুই দিন পর আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পখিরা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে একাধিক দফায় তল্লাশি চালানো হয়। ট্রলারটিকেও শনাক্ত করা যায়নি। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত