Ajker Patrika

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর সুমন সিপাহি (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুমন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহির ছেলে।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাহেরচর কাতলা এলাকার কয়েকজন যুবক পিকনিকে যান। আড়িয়াল খাঁ নদে ট্রলার ভাড়া করে বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সুমন সিপাহি নিখোঁজ হন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফায় উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পায়নি। দুই দিন পর আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পখিরা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে একাধিক দফায় তল্লাশি চালানো হয়। ট্রলারটিকেও শনাক্ত করা যায়নি। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত