হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তায় দেয়াল দেওয়ায় দীর্ঘ ১০ দিন ধরে বন্দী আছে রমজান আলীর পরিবার। ঘর থেকে বের হতে না পারায় ভোগান্তিতে রয়েছেন তাঁরা। এর প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার রমজান আলী নাম উল্লেখ করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একই গ্রামের মোক্তার আলী (৫৫), সুমন (২৮) ও আলমগীর (২৫)।
পরিবার ও স্থানীয়রা জানান, রমজান আলী ও অভিযুক্ত মোক্তার আলী প্রতিবেশী। তাঁদের আবাদি জমিও পাশাপাশি। রমজান আলী বেশ কিছুদিন আগে মোক্তার আলীর আবাদি জমি ঘেঁষে তাঁর জমিতে বাঁশ ঝাড় ও কিছু গাছ লাগান। এতে মোক্তার আলীর ফসলের ক্ষতি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জেরে গত ২০ ফেব্রুয়ারি রমজান আলীর বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় মোক্তার আলী দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন। এতে তাঁদের বাড়ি থেকে বাইরে বের হওয়া, পরিবারের শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভুক্তভোগী রমজান আলীর বাড়ির চলাচলের রাস্তার মূল ফটকের সামনে ১০ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করা হয়েছে। পরিবারটি গত ১০ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে।
ভুক্তভোগী রমজান আলী বলেন, ‘বাড়ি থেকে চলাচলের একটিই রাস্তা। কিন্তু মোক্তার আলী পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ির সামনের রাস্তায় দেয়াল তৈরি করেছে। এতে আমাদের পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়। আমার তিন সন্তানের কেউ স্কুলে যেতে পারে না।’
এ বিষয়ে অভিযুক্ত মোক্তার আলী বলেন, ‘ওরা (রমজান আলী) আমার জমির পাশে গাছ ও বাঁশ লাগিয়েছে। এতে আমর ফসল নষ্ট হয়ে যায়। ওরা বাঁশ ও গাছ কেটে ফেলুক তাহলে আমি রাস্তা খুলে দেব।’
ফকির পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন আজকের পত্রিকা বলেন, তাঁদের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব। এ নিয়ে অনেক বার সালিশি বৈঠক হলেও কেউ মানেনি। চলাচলের রাস্তা বন্ধ হওয়া দুঃখজনক।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন এ বিষয়টি তিনি জানেন। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তায় দেয়াল দেওয়ায় দীর্ঘ ১০ দিন ধরে বন্দী আছে রমজান আলীর পরিবার। ঘর থেকে বের হতে না পারায় ভোগান্তিতে রয়েছেন তাঁরা। এর প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার রমজান আলী নাম উল্লেখ করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একই গ্রামের মোক্তার আলী (৫৫), সুমন (২৮) ও আলমগীর (২৫)।
পরিবার ও স্থানীয়রা জানান, রমজান আলী ও অভিযুক্ত মোক্তার আলী প্রতিবেশী। তাঁদের আবাদি জমিও পাশাপাশি। রমজান আলী বেশ কিছুদিন আগে মোক্তার আলীর আবাদি জমি ঘেঁষে তাঁর জমিতে বাঁশ ঝাড় ও কিছু গাছ লাগান। এতে মোক্তার আলীর ফসলের ক্ষতি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জেরে গত ২০ ফেব্রুয়ারি রমজান আলীর বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় মোক্তার আলী দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন। এতে তাঁদের বাড়ি থেকে বাইরে বের হওয়া, পরিবারের শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভুক্তভোগী রমজান আলীর বাড়ির চলাচলের রাস্তার মূল ফটকের সামনে ১০ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করা হয়েছে। পরিবারটি গত ১০ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে।
ভুক্তভোগী রমজান আলী বলেন, ‘বাড়ি থেকে চলাচলের একটিই রাস্তা। কিন্তু মোক্তার আলী পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ির সামনের রাস্তায় দেয়াল তৈরি করেছে। এতে আমাদের পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়। আমার তিন সন্তানের কেউ স্কুলে যেতে পারে না।’
এ বিষয়ে অভিযুক্ত মোক্তার আলী বলেন, ‘ওরা (রমজান আলী) আমার জমির পাশে গাছ ও বাঁশ লাগিয়েছে। এতে আমর ফসল নষ্ট হয়ে যায়। ওরা বাঁশ ও গাছ কেটে ফেলুক তাহলে আমি রাস্তা খুলে দেব।’
ফকির পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন আজকের পত্রিকা বলেন, তাঁদের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব। এ নিয়ে অনেক বার সালিশি বৈঠক হলেও কেউ মানেনি। চলাচলের রাস্তা বন্ধ হওয়া দুঃখজনক।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন এ বিষয়টি তিনি জানেন। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে