লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া (৬) হত্যায় মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক থেকে থেকে শিশু রোমানের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে। গ্রেপ্তার কিশোর একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কিশোর সম্প্রতি এক প্রতিবেশীর একটি ছাগল চুরি করে, যা দেখে ফেলে শিশু রোমান। এরপর স্থানীয়ভাবে বৈঠক হলে কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর থেকে শিশু রোমান দেখা হলেই ওই কিশোরকে ‘চোর, ছাগল চোর’ বলে ডাকত। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে কিশোর।
পূর্ব পরিকল্পনা মোতাবেক গত শুক্রবার বিকেলে স্থানীয় সেতু বাজারের পাশে রোমানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের তামাক খেতে খেলাধুলা করে ওই কিশোর। এর একপর্যায়ে শিশু রোমানকে গলাটিপে হত্যা করে তামাক খেতে সামান্য মাটি ও তামাক পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় কিশোর।
এদিকে শিশু রোমানের কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে তাঁর পরিবার। গত শনিবার বিকেলে ওই তামাক খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা রোমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের পরিবার।
তথ্য প্রযুক্তসহ নানা কৌশল অবলম্বন করে আদিতমারী থানা-পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া (৬) হত্যায় মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক থেকে থেকে শিশু রোমানের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে। গ্রেপ্তার কিশোর একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কিশোর সম্প্রতি এক প্রতিবেশীর একটি ছাগল চুরি করে, যা দেখে ফেলে শিশু রোমান। এরপর স্থানীয়ভাবে বৈঠক হলে কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর থেকে শিশু রোমান দেখা হলেই ওই কিশোরকে ‘চোর, ছাগল চোর’ বলে ডাকত। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে কিশোর।
পূর্ব পরিকল্পনা মোতাবেক গত শুক্রবার বিকেলে স্থানীয় সেতু বাজারের পাশে রোমানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের তামাক খেতে খেলাধুলা করে ওই কিশোর। এর একপর্যায়ে শিশু রোমানকে গলাটিপে হত্যা করে তামাক খেতে সামান্য মাটি ও তামাক পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় কিশোর।
এদিকে শিশু রোমানের কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে তাঁর পরিবার। গত শনিবার বিকেলে ওই তামাক খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা রোমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের পরিবার।
তথ্য প্রযুক্তসহ নানা কৌশল অবলম্বন করে আদিতমারী থানা-পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে