লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া (৬) হত্যায় মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক থেকে থেকে শিশু রোমানের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে। গ্রেপ্তার কিশোর একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কিশোর সম্প্রতি এক প্রতিবেশীর একটি ছাগল চুরি করে, যা দেখে ফেলে শিশু রোমান। এরপর স্থানীয়ভাবে বৈঠক হলে কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর থেকে শিশু রোমান দেখা হলেই ওই কিশোরকে ‘চোর, ছাগল চোর’ বলে ডাকত। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে কিশোর।
পূর্ব পরিকল্পনা মোতাবেক গত শুক্রবার বিকেলে স্থানীয় সেতু বাজারের পাশে রোমানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের তামাক খেতে খেলাধুলা করে ওই কিশোর। এর একপর্যায়ে শিশু রোমানকে গলাটিপে হত্যা করে তামাক খেতে সামান্য মাটি ও তামাক পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় কিশোর।
এদিকে শিশু রোমানের কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে তাঁর পরিবার। গত শনিবার বিকেলে ওই তামাক খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা রোমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের পরিবার।
তথ্য প্রযুক্তসহ নানা কৌশল অবলম্বন করে আদিতমারী থানা-পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া (৬) হত্যায় মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক থেকে থেকে শিশু রোমানের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে। গ্রেপ্তার কিশোর একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কিশোর সম্প্রতি এক প্রতিবেশীর একটি ছাগল চুরি করে, যা দেখে ফেলে শিশু রোমান। এরপর স্থানীয়ভাবে বৈঠক হলে কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর থেকে শিশু রোমান দেখা হলেই ওই কিশোরকে ‘চোর, ছাগল চোর’ বলে ডাকত। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে কিশোর।
পূর্ব পরিকল্পনা মোতাবেক গত শুক্রবার বিকেলে স্থানীয় সেতু বাজারের পাশে রোমানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের তামাক খেতে খেলাধুলা করে ওই কিশোর। এর একপর্যায়ে শিশু রোমানকে গলাটিপে হত্যা করে তামাক খেতে সামান্য মাটি ও তামাক পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় কিশোর।
এদিকে শিশু রোমানের কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে তাঁর পরিবার। গত শনিবার বিকেলে ওই তামাক খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা রোমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের পরিবার।
তথ্য প্রযুক্তসহ নানা কৌশল অবলম্বন করে আদিতমারী থানা-পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২১ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৩ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে