পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক ছাত্রদল নেতা ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা, বাউরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাবিউল ইসলাম ও পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মাসুদ রানা। আর হাতীবান্ধা থানার মামলায় গ্রেপ্তার আসামি হলেন হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী কাজল।
এ নিয়ে দুই থানায় পুলিশের করা দুই মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। দুই মামলার ৫৪ এজাহারভুক্ত আসামির মধ্যে বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদল। তার মধ্যে বাদশা জাহাঙ্গীর পাটগ্রাম থানা-পুলিশের করা মামলার প্রধান আসামি। আর ২ নম্বর আসামি মাহমুদ হোসেন রাব্বি।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন ও কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদমুদুন-নবী বলেন, পুলিশের মামলায় ২৭ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১ নম্বর খন্দকার নূরনবী কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক ছাত্রদল নেতা ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা, বাউরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাবিউল ইসলাম ও পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মাসুদ রানা। আর হাতীবান্ধা থানার মামলায় গ্রেপ্তার আসামি হলেন হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী কাজল।
এ নিয়ে দুই থানায় পুলিশের করা দুই মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। দুই মামলার ৫৪ এজাহারভুক্ত আসামির মধ্যে বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদল। তার মধ্যে বাদশা জাহাঙ্গীর পাটগ্রাম থানা-পুলিশের করা মামলার প্রধান আসামি। আর ২ নম্বর আসামি মাহমুদ হোসেন রাব্বি।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন ও কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদমুদুন-নবী বলেন, পুলিশের মামলায় ২৭ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১ নম্বর খন্দকার নূরনবী কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে