হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সুপারিগাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর ধর্ষণ মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে। আর ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির সামনে তাঁদের বেঁধে রাখা হয়। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার তরুণের বয়স ২২ বছর ও তরুণী ১৮ বছর বয়সী। তাঁরা একই এলাকার বাসিন্দা। তরুণ হিন্দু পরিবারের ও তরুণী মুসলিম পরিবারের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল রাতে তরুণের বাড়িতে রাত্রিযাপন করেন ওই তরুণী। আজ সকালে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাঁদের আটক করে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারিগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে এ ঘটনায় তরুণীর বাবা তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমরা বেঁধে রাখিনি। ওই তরুণীর ভাই তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় স্থানীয় চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।’
সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’
অভিযুক্ত তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘মেয়ের বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।’

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সুপারিগাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর ধর্ষণ মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে। আর ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির সামনে তাঁদের বেঁধে রাখা হয়। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার তরুণের বয়স ২২ বছর ও তরুণী ১৮ বছর বয়সী। তাঁরা একই এলাকার বাসিন্দা। তরুণ হিন্দু পরিবারের ও তরুণী মুসলিম পরিবারের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল রাতে তরুণের বাড়িতে রাত্রিযাপন করেন ওই তরুণী। আজ সকালে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাঁদের আটক করে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারিগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে এ ঘটনায় তরুণীর বাবা তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমরা বেঁধে রাখিনি। ওই তরুণীর ভাই তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় স্থানীয় চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।’
সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’
অভিযুক্ত তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘মেয়ের বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে