হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সুপারিগাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর ধর্ষণ মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে। আর ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির সামনে তাঁদের বেঁধে রাখা হয়। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার তরুণের বয়স ২২ বছর ও তরুণী ১৮ বছর বয়সী। তাঁরা একই এলাকার বাসিন্দা। তরুণ হিন্দু পরিবারের ও তরুণী মুসলিম পরিবারের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল রাতে তরুণের বাড়িতে রাত্রিযাপন করেন ওই তরুণী। আজ সকালে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাঁদের আটক করে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারিগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে এ ঘটনায় তরুণীর বাবা তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমরা বেঁধে রাখিনি। ওই তরুণীর ভাই তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় স্থানীয় চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।’
সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’
অভিযুক্ত তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘মেয়ের বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।’

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সুপারিগাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর ধর্ষণ মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে। আর ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির সামনে তাঁদের বেঁধে রাখা হয়। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার তরুণের বয়স ২২ বছর ও তরুণী ১৮ বছর বয়সী। তাঁরা একই এলাকার বাসিন্দা। তরুণ হিন্দু পরিবারের ও তরুণী মুসলিম পরিবারের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল রাতে তরুণের বাড়িতে রাত্রিযাপন করেন ওই তরুণী। আজ সকালে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাঁদের আটক করে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারিগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে এ ঘটনায় তরুণীর বাবা তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমরা বেঁধে রাখিনি। ওই তরুণীর ভাই তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় স্থানীয় চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।’
সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’
অভিযুক্ত তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘মেয়ের বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে