হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। এবার প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষক দম্পতি কাওলাদ হোসেন ও তাসনিম আরা মীমের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রাইভেট চলাকালে সহপাঠীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষে থেকে বের করে দেওয়া হয় ওই শিক্ষার্থীকে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিক্ষক দম্পতির বিরুদ্ধে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওই কলেজের অধ্যক্ষ ও দিনাজপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই রিয়াদ হাসান।
অভিযুক্ত কাওলাদ হোসেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক ও তাসনিম আরা মীম একই কলেজের জীববিজ্ঞানের শিক্ষক। তাঁরা দুজন স্বামী-স্ত্রী।
অভিযোগ উঠেছে, রিয়াদ হাসানের বোন ওই কলেজের একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী তাসনিম আরা মীমের কাছে জীববিজ্ঞান প্রাইভেট পড়েন। সেই সুবাদে শিক্ষক তাসনিম আরা মীম ওই শিক্ষার্থীকে তার স্বামী কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়তে বাধ্য করান। কিছুদিন কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়ে বাদ দেয় ওই শিক্ষার্থী। আর এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে প্রাইভেট চালাকালীন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর ভাই রিয়াদ হাসান বলেন, ‘এরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে জোরপূর্বক জিম্মি করে প্রাইভেট পড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাওলাদ হোসেন বলেন, ‘প্রাইভেট পড়বে না ভালো কথা। তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যেহেতু অভিযোগ করেছে সেহেতু তদন্ত হোক।’
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান আনিস বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই কলেজের সভাপতি নাজির হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগে এই কলেজের শিক্ষক সুমন ও সাদেকুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ ওঠে। তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ছাড়া সম্প্রতি এই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের নেমপ্লেট ভাঙচুর করে শিক্ষকেরা। ভাঙচুরের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় শিক্ষকেরা।

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। এবার প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষক দম্পতি কাওলাদ হোসেন ও তাসনিম আরা মীমের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রাইভেট চলাকালে সহপাঠীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষে থেকে বের করে দেওয়া হয় ওই শিক্ষার্থীকে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিক্ষক দম্পতির বিরুদ্ধে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওই কলেজের অধ্যক্ষ ও দিনাজপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই রিয়াদ হাসান।
অভিযুক্ত কাওলাদ হোসেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক ও তাসনিম আরা মীম একই কলেজের জীববিজ্ঞানের শিক্ষক। তাঁরা দুজন স্বামী-স্ত্রী।
অভিযোগ উঠেছে, রিয়াদ হাসানের বোন ওই কলেজের একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী তাসনিম আরা মীমের কাছে জীববিজ্ঞান প্রাইভেট পড়েন। সেই সুবাদে শিক্ষক তাসনিম আরা মীম ওই শিক্ষার্থীকে তার স্বামী কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়তে বাধ্য করান। কিছুদিন কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়ে বাদ দেয় ওই শিক্ষার্থী। আর এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে প্রাইভেট চালাকালীন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর ভাই রিয়াদ হাসান বলেন, ‘এরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে জোরপূর্বক জিম্মি করে প্রাইভেট পড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাওলাদ হোসেন বলেন, ‘প্রাইভেট পড়বে না ভালো কথা। তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যেহেতু অভিযোগ করেছে সেহেতু তদন্ত হোক।’
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান আনিস বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই কলেজের সভাপতি নাজির হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগে এই কলেজের শিক্ষক সুমন ও সাদেকুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ ওঠে। তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ছাড়া সম্প্রতি এই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের নেমপ্লেট ভাঙচুর করে শিক্ষকেরা। ভাঙচুরের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় শিক্ষকেরা।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৭ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে