লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিওতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে চন্দ্রগঞ্জ থানায় আজাদ হোসেনকে হস্তান্তর করা হয়।
এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করলেও সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি কেউ।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় দেওপাড়া থেকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পরে আজ বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শফিকুল মুকুল।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন।
ভোটের পরদিন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পর নির্বাচন কমিশনের নজরে আসে ঘটনাটি।
পরে এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। উপনির্বাচনের ফলাফলের গেজেটও স্থগিত করা হয়।

লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিওতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে চন্দ্রগঞ্জ থানায় আজাদ হোসেনকে হস্তান্তর করা হয়।
এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করলেও সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি কেউ।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় দেওপাড়া থেকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পরে আজ বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শফিকুল মুকুল।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন।
ভোটের পরদিন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পর নির্বাচন কমিশনের নজরে আসে ঘটনাটি।
পরে এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। উপনির্বাচনের ফলাফলের গেজেটও স্থগিত করা হয়।

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
১৮ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪০ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে