রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। টিকা কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সকাল ৯টা থেকে পৌর শহরের দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিমের ২ হাজার ১৭১ জন পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাইপাস সড়কে ফেমাস হসপিটালে আজ সকাল ৯টা থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ, জিয়াউল হক জিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, পানপাড়া উচ্চবিদ্যালয় ও কলেজ, রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা, দল্টা কলেজ, জয়পুরা এসআরএমএস কলেজ, হরিশ্চর ফাজিল মাদ্রাসা ও নাগমুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
এ ছাড়া রামগঞ্জ বাইপাস সড়কের মেডিকা বিশেষায়িত হসপিটালে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা, ফতেহপুর জে. ইউ ফাজিল মাদ্রাসা, চৌমুহনী ফয়েজে আম আলিম মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজ, কেথুড়ি বি. এফ ফাজিল মাদ্রাসা, নিচহরা আলিম মাদ্রাসা, নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা, হজরত শাহ মিরান আলিম মাদ্রাসা, নুনিয়াপাড়া আলিম মাদ্রাসা, বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কাশিমনগর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, 'টিকা প্রদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে টিকা গ্রহণ করতে এসেছে। সরকারিভাবে এ টিকা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।'
টিকা প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রসিদ প্রমুখ।

রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। টিকা কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সকাল ৯টা থেকে পৌর শহরের দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিমের ২ হাজার ১৭১ জন পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাইপাস সড়কে ফেমাস হসপিটালে আজ সকাল ৯টা থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ, জিয়াউল হক জিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, পানপাড়া উচ্চবিদ্যালয় ও কলেজ, রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা, দল্টা কলেজ, জয়পুরা এসআরএমএস কলেজ, হরিশ্চর ফাজিল মাদ্রাসা ও নাগমুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
এ ছাড়া রামগঞ্জ বাইপাস সড়কের মেডিকা বিশেষায়িত হসপিটালে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা, ফতেহপুর জে. ইউ ফাজিল মাদ্রাসা, চৌমুহনী ফয়েজে আম আলিম মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজ, কেথুড়ি বি. এফ ফাজিল মাদ্রাসা, নিচহরা আলিম মাদ্রাসা, নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা, হজরত শাহ মিরান আলিম মাদ্রাসা, নুনিয়াপাড়া আলিম মাদ্রাসা, বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কাশিমনগর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, 'টিকা প্রদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে টিকা গ্রহণ করতে এসেছে। সরকারিভাবে এ টিকা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।'
টিকা প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রসিদ প্রমুখ।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে