Ajker Patrika

ভুল বাসে চড়ে চট্টগ্রামে ৩ শিশু, পরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভুল বাসে চড়ে চট্টগ্রামে ৩ শিশু, পরে উদ্ধার

ভুল বাসে করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসা তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১, ১০ ও ৭ বছর বয়সী এই শিশুরা সম্পর্কে বোন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় থেকে তাদের উদ্ধার করা হয়। এরা লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের আবু তাহেরের মেয়ে। 

আকবরশাহ থানার মো. জহির হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জহির বলেন, ‘তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজের মতো বাড়িতে যাওয়ার জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী একটি বাসে উঠে পড়ে। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নামার পরে কান্নাকাটি শুরু করে।’ 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে রামগতি থেকে আসেন স্বজনেরা। থানা থেকে শিশু তিনটিকে নিয়ে গেছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত