লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি ওই মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনাটি কবের, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার জেলা শহরের আল মঈন ইসলামী একাডেমীতে হিফজ বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনের হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি ওই মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনাটি কবের, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার জেলা শহরের আল মঈন ইসলামী একাডেমীতে হিফজ বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনের হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
২২ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে