লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৩৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে