লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি বিদ্যালয় ভবন ও আসববাপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এই ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির জমি নিয়ে তোফায়েল আহমেদদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামালের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল বলেন, ‘২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এই সম্পত্তির মালিক আমার মা হলেও মায়ের চাচাতো ভাই তোফায়েল আহমেদ, আবু তাহের জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও তাঁরা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গত রাতে তাঁরা দলবল নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’
তোফায়েল ও আবু তাহের এই সম্পত্তি নিজেদের দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁদের পক্ষে সোহাগ হোসেন নামের একজন বলেন, বিদ্যালয়টি ২০১৪ সালে কর্তৃপক্ষ ভাড়া নেয়। এরপর তারা জাল দলিল করে সম্পত্তি নিজেদের দাবি করে আসছে। তাই দলবল নিয়ে রাতে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা নিরসনে দেশে আইন রয়েছে। এভাবে একটি বিদ্যালয়ে ভাঙচুর চালানো মেনে নেওয়া যায় না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ সংকট নিরসন না হলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছ উজ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে ভাঙচুরের সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ চলে গেলে আবারও তারা ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরে একটি বিদ্যালয় ভবন ও আসববাপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এই ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির জমি নিয়ে তোফায়েল আহমেদদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামালের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল বলেন, ‘২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এই সম্পত্তির মালিক আমার মা হলেও মায়ের চাচাতো ভাই তোফায়েল আহমেদ, আবু তাহের জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও তাঁরা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গত রাতে তাঁরা দলবল নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’
তোফায়েল ও আবু তাহের এই সম্পত্তি নিজেদের দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁদের পক্ষে সোহাগ হোসেন নামের একজন বলেন, বিদ্যালয়টি ২০১৪ সালে কর্তৃপক্ষ ভাড়া নেয়। এরপর তারা জাল দলিল করে সম্পত্তি নিজেদের দাবি করে আসছে। তাই দলবল নিয়ে রাতে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা নিরসনে দেশে আইন রয়েছে। এভাবে একটি বিদ্যালয়ে ভাঙচুর চালানো মেনে নেওয়া যায় না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ সংকট নিরসন না হলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছ উজ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে ভাঙচুরের সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ চলে গেলে আবারও তারা ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে