Ajker Patrika

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫: ২৭
গ্রেপ্তার রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাকিবুল হাসান দক্ষিণ চণ্ডীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় রাকিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত