Ajker Patrika

লক্ষ্মীপুরে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।

গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত