লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
১১ মিনিট আগে
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে হাসপাতালে আসাসহ রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগে