লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে