রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের তর্ক ও হাতাহাতির জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল গফুর (৬০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কেরামত উল্যা মাতাব্বর বাড়ির বাসিন্দা।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে প্রতিবেশী মিলাই বাড়ির সোহেল বেপারী ও রাছেল বেপারীদের সঙ্গে আবদুল গফুরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও ছেলে বিল্লাল হোসেন বলেন, সোহেল ও রাছেলের মারধরেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এ হত্যার বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সোহেল বেপারী বলেন, ২৩ শতাংশ জমি নিয়ে উভয় পরিবারে বিরোধ চলছে। সন্ধ্যায় আমাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কোনো হাতাহাতি বা কেউ কাউকে আঘাত করিনি। তর্কের একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যান। আমাদেরকে হয়রানির জন্যই তাঁরা হত্যার অভিযোগ আনার চেষ্টা করছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহমিনা বিনতে হুমায়ুন বলেন, মৃত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের তর্ক ও হাতাহাতির জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল গফুর (৬০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কেরামত উল্যা মাতাব্বর বাড়ির বাসিন্দা।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে প্রতিবেশী মিলাই বাড়ির সোহেল বেপারী ও রাছেল বেপারীদের সঙ্গে আবদুল গফুরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও ছেলে বিল্লাল হোসেন বলেন, সোহেল ও রাছেলের মারধরেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এ হত্যার বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সোহেল বেপারী বলেন, ২৩ শতাংশ জমি নিয়ে উভয় পরিবারে বিরোধ চলছে। সন্ধ্যায় আমাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কোনো হাতাহাতি বা কেউ কাউকে আঘাত করিনি। তর্কের একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যান। আমাদেরকে হয়রানির জন্যই তাঁরা হত্যার অভিযোগ আনার চেষ্টা করছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহমিনা বিনতে হুমায়ুন বলেন, মৃত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে