Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার ছাগলছিড়া ও জকসিন-পোদ্দার বাজার খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত।

লক্ষ্মীপুরে বেশির ভাগ খালের দুপাড়ে অবৈধভাবে অনেক বহুতল ও স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ হচ্ছে। এসব কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টি হলে পৌর শহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসন ও খালের দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানিপ্রবাহে আর বাধা হবে না। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আশা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত