কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নবজাতক কন্যাশিশুকে হত্যার অভিযোগে মাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ চিথলিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার বরিশাল পানি নিষ্কাশন খাল থেকে ২২ দিন বয়সী শিশু জান্নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মিতা খাতুন (২৫) দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের রাজুর স্ত্রী। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মিতার চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজুর সঙ্গে আট মাস আগে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই পরিবারের লোকজন টের পান, মিতা সন্তানসম্ভবা। এ নিয়ে রাজু ও মিতার মধ্যে প্রায়ই কলহ হতো। ২২ দিন আগে কন্যাসন্তান প্রসব করেন মিতা। শিশুটির নাম রাখা হয় জান্নাতি। দুই সপ্তাহ আগে মিতা তাঁর নবজাতক শিশুকে নিয়ে বাবার বাড়ি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে চলে আসেন। সেখানে শিশুটির পিতৃপরিচয় নিয়ে প্রেমিক চাচাতো ভাই সেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয় মিতার। পরে তাঁরা শিশুটিকে হত্যার সিদ্ধান্ত নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, সেরেবুলের বাবা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনী খাতুন শিশুটিকে হত্যায় সহায়তা করেন। গত রোববার শিশুটিকে হত্যার পর বাড়ির পাশের বরিশাল খালে ফেলে দেন মিতা ও তাঁর প্রেমিক সেরেবুল। এ ঘটনার পর তাঁরা প্রচার চালাতে থাকেন, খলিসাকুণ্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছেন।
ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যার পর শিশুটির মা মিরপুর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশের তদন্তে শিশুটির মাকে সন্দেহ হলে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। এরপর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল খাল থেকে লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আগামীকাল আদালতে হাজির করা হবে।

কুষ্টিয়ার মিরপুরে নবজাতক কন্যাশিশুকে হত্যার অভিযোগে মাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ চিথলিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার বরিশাল পানি নিষ্কাশন খাল থেকে ২২ দিন বয়সী শিশু জান্নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মিতা খাতুন (২৫) দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের রাজুর স্ত্রী। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মিতার চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজুর সঙ্গে আট মাস আগে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই পরিবারের লোকজন টের পান, মিতা সন্তানসম্ভবা। এ নিয়ে রাজু ও মিতার মধ্যে প্রায়ই কলহ হতো। ২২ দিন আগে কন্যাসন্তান প্রসব করেন মিতা। শিশুটির নাম রাখা হয় জান্নাতি। দুই সপ্তাহ আগে মিতা তাঁর নবজাতক শিশুকে নিয়ে বাবার বাড়ি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে চলে আসেন। সেখানে শিশুটির পিতৃপরিচয় নিয়ে প্রেমিক চাচাতো ভাই সেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয় মিতার। পরে তাঁরা শিশুটিকে হত্যার সিদ্ধান্ত নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, সেরেবুলের বাবা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনী খাতুন শিশুটিকে হত্যায় সহায়তা করেন। গত রোববার শিশুটিকে হত্যার পর বাড়ির পাশের বরিশাল খালে ফেলে দেন মিতা ও তাঁর প্রেমিক সেরেবুল। এ ঘটনার পর তাঁরা প্রচার চালাতে থাকেন, খলিসাকুণ্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছেন।
ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যার পর শিশুটির মা মিরপুর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশের তদন্তে শিশুটির মাকে সন্দেহ হলে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। এরপর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল খাল থেকে লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আগামীকাল আদালতে হাজির করা হবে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২০ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৭ মিনিট আগে