কুষ্টিয়া প্রতিনিধি

প্রায় পাঁচ বছর আগে, ২০১৮ সালের আগস্টে নানাবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় রাকিব হোসেন। তখন তার বয়স মাত্র সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে ফেসবুকের কল্যাণে পরিবার ফিরে পেল রাকিব। কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশের সহযোগিতায় বাবা-মার কোলে ফিরে গেছে রাকিব।
শনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা-পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘ দিনপর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা এবং থানার নারী ও শিশু ডেক্সের এসআই সুরাইয়া বিলকিস।
পুলিশ জানায়, গত ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর ফেসবুকে তার ছবিসহ একটি পোস্ট দেয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। এরপর ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে এলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয়রা রাকিবকে থানায় দিয়ে যায়।
এরপর পরিবারের সন্ধান চেয়ে সমস্ত থানায় বার্তা পাঠায় কুমারখালী থানা–পুলিশ। পাশাপাশি ফেসবুকে রাকিবের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনেরা তার বাবা-মাকে খবর দেন। রোববার দুপুরে তাঁরা থানায় আসেন।
রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তাঁর ছেলে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে আসেন।
রাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।
থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ‘হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

প্রায় পাঁচ বছর আগে, ২০১৮ সালের আগস্টে নানাবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় রাকিব হোসেন। তখন তার বয়স মাত্র সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে ফেসবুকের কল্যাণে পরিবার ফিরে পেল রাকিব। কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশের সহযোগিতায় বাবা-মার কোলে ফিরে গেছে রাকিব।
শনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা-পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘ দিনপর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা এবং থানার নারী ও শিশু ডেক্সের এসআই সুরাইয়া বিলকিস।
পুলিশ জানায়, গত ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর ফেসবুকে তার ছবিসহ একটি পোস্ট দেয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। এরপর ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে এলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয়রা রাকিবকে থানায় দিয়ে যায়।
এরপর পরিবারের সন্ধান চেয়ে সমস্ত থানায় বার্তা পাঠায় কুমারখালী থানা–পুলিশ। পাশাপাশি ফেসবুকে রাকিবের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনেরা তার বাবা-মাকে খবর দেন। রোববার দুপুরে তাঁরা থানায় আসেন।
রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তাঁর ছেলে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে আসেন।
রাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।
থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ‘হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে