Ajker Patrika

ছেলের লাঠির আঘাতে বাবা খুন

কুষ্টিয়া প্রতিনিধি
ছেলের লাঠির আঘাতে বাবা খুন

কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার চর মিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত বাবু শেখ কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার মৃত মকবুল শেখের ছেলে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত বাবু শেখের ছোট ছেলে রইজ জানান, তাঁর পিতা বাবু শেখ ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সে সূত্রে তিনি ঢাকাতে থাকেন। কয়েক দিন আগে তিনি ঘরবাড়ি মেরামতের জন্য ঢাকা থেকে কুষ্টিয়ার নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তাঁর মেজো ছেলে রমিজ (২০) এর সঙ্গে সংসারে টাকা দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ চলতে থাকে।

অভিযুক্ত রমিজ একটি দড়ি বানানোর কারখানায় কাজ করেন। আজ শুক্রবার সকালে সংসারের খরচের জন্য বাবু শেখ মেজো ছেলের কাছে টাকা চাইলে রমিজ টাকা দেননি। এ সময় পিতা পুত্রের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পিতা ওপর হামলা করেন রমিজ। রমিজের হাতে থাকা লাঠির আঘাতে পিতা বাবু শেখ মাটিয়ে লুটিয়ে পড়েন। এরপর পরই পালিয়ে যান রমিজ। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবু শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রমিজকে গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত