Ajker Patrika

ইবির আবাসিক হলে বিবস্ত্র করে র‍্যাগিং, প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় মানবাধিকার কমিশন

ইবি প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ২১: ৩০
ইবির আবাসিক হলে বিবস্ত্র করে র‍্যাগিং, প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় মানবাধিকার কমিশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও উপাচার্যের একান্ত সচিব বরাবর অবগতি ও প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে দুই পৃষ্ঠার চিঠি দেয় সংস্থাটি। 

চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেয়। আমাদের সর্বশেষ বেঞ্চে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বেঞ্চের সিদ্ধান্ত হচ্ছে, অপরাধের তুলনায় শাস্তির সুপারিশ পর্যাপ্ত না, এটা ফৌজদারি অপরাধ।

তারপরও সুপারিশের আলোকে এ শাস্তি কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে. সেটা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে মানবাধিকার কমিশনে জানানোর জন্য বলা হয়েছে। 

মানবাধিকার কমিশন প্রত্যাশা করে, তদন্ত কমিটির সুপারিশ দ্রুত কার্যকর করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরবর্তী বেঞ্চে আলোচনা করা হবে। 
  
গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘বিবস্ত্র করে র‍্যাগিং’ শীর্ষক সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়। 

প্রসঙ্গত, ২ জুন হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত, কাফি, সাগর, উজ্জ্বলসহ তিনজনকে এক বছরের (দুই সেমিস্টার) জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) র‍্যাগিংয়ের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত