কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের জন্য স্থাপন করা বৈদ্যুতিক সাবস্টেশনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরি হয়েছে বলে জানা গেছে। চোরচক্র সাবস্টেশনের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার রুটিন চেকআপে এসে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে সাবস্টেশনের দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
জেলা বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহের জন্য গত বছর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের ডান পাশে একটি একতলা ভবনে এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়। এটির দেখভালের দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর চক্র জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে লাইন চলমান থাকা অবস্থায় বেশ কিছু তার এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে, চুরিকৃত মালামালের দাম প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাবস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমানসহ কয়েকজন সাবস্টেশনে সংস্কারের কাজ করছেন। সেখানে গিয়ে চুরির বিষয়ে জানতে চাইলে সজিবুর জানান, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। তাঁরা মেরামতের কাজ করছেন। চুরি হয়নি তাহলে থানায় অভিযোগ দিলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে স্যাররা নিষেধ করেছেন।
গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেসব মালামাল চুরি হয়েছে তার মূল্য কমপক্ষে ২ লাখ টাকা।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন একটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে তা দেখে মনে হচ্ছে চোর বৈদ্যুতিক কাজে অভিজ্ঞ। তা না হলে লাইন চলমান অবস্থায় আর্থিং-এর তার কেটে নেওয়া সম্ভব নয়। তা ছাড়া, সেখানের সাবস্টেশন থেকে যা চুরি হয়েছে সবই দামি মালামাল।’
চুরির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ডিসি সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত খোঁজ নিয়ে আপনাকে পরে জানাচ্ছি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। চোর চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের জন্য স্থাপন করা বৈদ্যুতিক সাবস্টেশনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরি হয়েছে বলে জানা গেছে। চোরচক্র সাবস্টেশনের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার রুটিন চেকআপে এসে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে সাবস্টেশনের দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
জেলা বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহের জন্য গত বছর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের ডান পাশে একটি একতলা ভবনে এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়। এটির দেখভালের দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর চক্র জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে লাইন চলমান থাকা অবস্থায় বেশ কিছু তার এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে, চুরিকৃত মালামালের দাম প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাবস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমানসহ কয়েকজন সাবস্টেশনে সংস্কারের কাজ করছেন। সেখানে গিয়ে চুরির বিষয়ে জানতে চাইলে সজিবুর জানান, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। তাঁরা মেরামতের কাজ করছেন। চুরি হয়নি তাহলে থানায় অভিযোগ দিলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে স্যাররা নিষেধ করেছেন।
গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেসব মালামাল চুরি হয়েছে তার মূল্য কমপক্ষে ২ লাখ টাকা।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন একটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে তা দেখে মনে হচ্ছে চোর বৈদ্যুতিক কাজে অভিজ্ঞ। তা না হলে লাইন চলমান অবস্থায় আর্থিং-এর তার কেটে নেওয়া সম্ভব নয়। তা ছাড়া, সেখানের সাবস্টেশন থেকে যা চুরি হয়েছে সবই দামি মালামাল।’
চুরির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ডিসি সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত খোঁজ নিয়ে আপনাকে পরে জানাচ্ছি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। চোর চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
২২ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে