Ajker Patrika

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। একই মামলায় অপর আসামি মনা আলীকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সাজাপ্রাপ্ত আসামি আল্লেক আলী (৪৫) ও মনা আলী আপন দুই ভাই। তাঁরা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহ এর ছেলে। মামলার প্রধান আসামি আল্লেক আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামি মনা পলাতক। 
 
কুষ্টিয়া জজ আদালতের (কৌঁসুলি) পিপি আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩০ জুন ভোরে আসামি আল্লেক আলীর স্ত্রী হাফিজা খাতুন পুকুরে গোসল করতে যাওয়ার পর নিখোঁজ হয়। এর কয়েক ঘন্টা পর হাফিজা খাতুনের লাশ পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার আড়াই মাস পরে নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় হাফিজার স্বামীসহ ছয়জন বিরুদ্ধে একটি হত্যা মামলা দাযের করেন। 

তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর মামলাটির তদন্ত শেষে নিহতের স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিলে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করে আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত