কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।
শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’
এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’
সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।
শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’
এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’
সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৮ মিনিট আগে