কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে সে দলের নেতা কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না।
হানিফ বলেন, এর আগেও বিএনপি ঘোষণা করেছিল ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেল। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই।
হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলেন, ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুড়ি পড়বেন। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসছে। কিন্তু তিনি চুড়ি পড়েছেন কিনা দেশবাসী তা জানে না।। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই।
কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মন্তব্য করে হানিফ বলেন, এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সঙ্গে প্রতারণার পর এখন দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে কর্মসূচির নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এর ফলাফল হবে শূন্য।
সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচিতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচির নামে যদি কোনো অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে সে দলের নেতা কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না।
হানিফ বলেন, এর আগেও বিএনপি ঘোষণা করেছিল ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেল। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই।
হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলেন, ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুড়ি পড়বেন। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসছে। কিন্তু তিনি চুড়ি পড়েছেন কিনা দেশবাসী তা জানে না।। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই।
কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মন্তব্য করে হানিফ বলেন, এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সঙ্গে প্রতারণার পর এখন দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে কর্মসূচির নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এর ফলাফল হবে শূন্য।
সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচিতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচির নামে যদি কোনো অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে