কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘গোবরা খাল’পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে খাল ও কৃষিজমি। এ ছাড়া যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক ও পথচারীরা।
সরেজমিন গোবরা খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালপাড়ের ওপর দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলিতে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এলাকাবাসী জানায়, প্রতিদিন এখান থেকে অন্তত ৩০ থেকে ৪০ ট্রলি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। প্রতি ট্রলি মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খালের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে খালের পাড় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কৃষক জানান, এলাকার রফিকুল ইসলাম (রফি), হাসান, আনিস ও মিলটনসহ আরও কয়েকজন মিলে মাটি বিক্রি করছেন।
শরিফুল ইসলাম নামের একজন বলেন, ‘খালের মাটি নাকি তাঁদের (প্রভাবশালীদের) জায়গায় আছে। এ জন্য তাঁরা বিক্রি করছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
তবে মাটি কাটার বিষয়ে অভিযুক্ত কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার বলেন, ‘খালের রাস্তার মাটি দুই-তিন দিন ধরে কাটছে একটি প্রভাবশালী চক্র। তারা ক্ষমতাধর হওয়ায় তাদের কিছু করা যায় না। বিষয়টি প্রশাসন দেখছে।’
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহা. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘গোবরা খাল’পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে খাল ও কৃষিজমি। এ ছাড়া যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক ও পথচারীরা।
সরেজমিন গোবরা খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালপাড়ের ওপর দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলিতে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এলাকাবাসী জানায়, প্রতিদিন এখান থেকে অন্তত ৩০ থেকে ৪০ ট্রলি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। প্রতি ট্রলি মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খালের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে খালের পাড় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কৃষক জানান, এলাকার রফিকুল ইসলাম (রফি), হাসান, আনিস ও মিলটনসহ আরও কয়েকজন মিলে মাটি বিক্রি করছেন।
শরিফুল ইসলাম নামের একজন বলেন, ‘খালের মাটি নাকি তাঁদের (প্রভাবশালীদের) জায়গায় আছে। এ জন্য তাঁরা বিক্রি করছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
তবে মাটি কাটার বিষয়ে অভিযুক্ত কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার বলেন, ‘খালের রাস্তার মাটি দুই-তিন দিন ধরে কাটছে একটি প্রভাবশালী চক্র। তারা ক্ষমতাধর হওয়ায় তাদের কিছু করা যায় না। বিষয়টি প্রশাসন দেখছে।’
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহা. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে