দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর থেকে চল্লিশপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আনসার সদস্যরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ২০ হাজার কেজি চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।
অভিযান শেষে জব্দ জাল দৌলতপুর ইউএনওর নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা বিপুল মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ভবিষ্যতেও বিজিবি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে যাবে।

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর থেকে চল্লিশপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আনসার সদস্যরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ২০ হাজার কেজি চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।
অভিযান শেষে জব্দ জাল দৌলতপুর ইউএনওর নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা বিপুল মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ভবিষ্যতেও বিজিবি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৬ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে