ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ছুটি শেষে চলতি মাসে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও তালা বদ্ধ রয়েছে টিএসসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চড়া মূল্যে বাইরে থেকে খাবার খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি)। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি দূর করতে শিক্ষার্থীরা চা-কফির আড্ডা দিতে চলে আসেন টিএসসির এ ক্যাফেটেরিয়াতে। ক্যাম্পাসের অন্য খাবার হোটেলগুলোর তুলনায় এখানে কম দামে ভালো মানের খাবার পাওয়া যায়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সকাল ও দুপুরের খাবার গ্রহণ করেন এখানে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাসেমী আজকের পত্রিকাকে বলেন, ‘টিএসসি একটা সাংস্কৃতিক কেন্দ্র হওয়াতে শিক্ষার্থীদের আনাগোনা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের যেতে হচ্ছে জিয়া মোড়ে অথবা আমতলার কোনো হোটেলে।’
এ বিষয়ে টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাফেটেরিয়ার পরিচালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা পরিচালক হতে আগ্রহী তাদের আগামী ১৭ তারিখ দুপুরের (১২ টা) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। এরপর যাচাই-বাছাই করে পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ অনিবার্য কারণ দেখিয়ে এখানকার ক্যাফেটেরিয়াটি বন্ধ করে দেওয়া হয়। ক্যাফেটেরিয়ার বাইরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে জরুরি ভিত্তিতে ক্যাফেটেরিয়া চালু করার কথা উল্লেখ করা হয়। কিন্তু বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো ক্যাফেটেরিয়াটি চালু হয়নি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ছুটি শেষে চলতি মাসে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও তালা বদ্ধ রয়েছে টিএসসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চড়া মূল্যে বাইরে থেকে খাবার খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি)। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি দূর করতে শিক্ষার্থীরা চা-কফির আড্ডা দিতে চলে আসেন টিএসসির এ ক্যাফেটেরিয়াতে। ক্যাম্পাসের অন্য খাবার হোটেলগুলোর তুলনায় এখানে কম দামে ভালো মানের খাবার পাওয়া যায়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সকাল ও দুপুরের খাবার গ্রহণ করেন এখানে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাসেমী আজকের পত্রিকাকে বলেন, ‘টিএসসি একটা সাংস্কৃতিক কেন্দ্র হওয়াতে শিক্ষার্থীদের আনাগোনা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের যেতে হচ্ছে জিয়া মোড়ে অথবা আমতলার কোনো হোটেলে।’
এ বিষয়ে টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাফেটেরিয়ার পরিচালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা পরিচালক হতে আগ্রহী তাদের আগামী ১৭ তারিখ দুপুরের (১২ টা) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। এরপর যাচাই-বাছাই করে পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ অনিবার্য কারণ দেখিয়ে এখানকার ক্যাফেটেরিয়াটি বন্ধ করে দেওয়া হয়। ক্যাফেটেরিয়ার বাইরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে জরুরি ভিত্তিতে ক্যাফেটেরিয়া চালু করার কথা উল্লেখ করা হয়। কিন্তু বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো ক্যাফেটেরিয়াটি চালু হয়নি।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২১ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে