কুষ্টিয়া প্রতিনিধি

বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর বিএনপির এক গ্রুপকে অফিসকক্ষে ডেকে নিয়ে অ্যাপায়ন করায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে আরেক গ্রুপ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান শিক্ষক আবু তাহেরকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানিয়েছে, সকাল ৮টায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে তাঁর-সমর্থিত লোকজন বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চলে আসে।
এরপর সকাল ৯টার দিকে পুষ্পস্তবক অর্পণ করতে যান ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও তাঁর-সমর্থিত লোকজন। ফুল দেওয়া শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তাঁদের সম্মান জানিয়ে অফিসকক্ষে নিয়ে আসেন। এ সময় তাঁদেরকে আপ্যায়ন করেন তিনি। এ খবর পেয়ে মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজনসহ একটি দল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, এমন অভিযোগ এনে হামলা চালান। এ সময় প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে ওই কক্ষেই আটকে রেখে চলে আসেন তাঁরা। পরে শিক্ষার্থী ও বিএনপির নেতারা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদ মিন্টু মহিলা দলনেত্রী ফরিদা ইয়াসমিনের সমর্থক। ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে রবিউল ইসলাম সরকার সাবেক এমপি শহিদুল ইসলামের সমর্থক।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন কথা বলার অবস্থায় নেই। কারা হামলা চালিয়েছে, তা জানাজানি হয়ে গেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর বিএনপির এক গ্রুপকে অফিসকক্ষে ডেকে নিয়ে অ্যাপায়ন করায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে আরেক গ্রুপ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান শিক্ষক আবু তাহেরকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানিয়েছে, সকাল ৮টায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে তাঁর-সমর্থিত লোকজন বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চলে আসে।
এরপর সকাল ৯টার দিকে পুষ্পস্তবক অর্পণ করতে যান ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও তাঁর-সমর্থিত লোকজন। ফুল দেওয়া শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তাঁদের সম্মান জানিয়ে অফিসকক্ষে নিয়ে আসেন। এ সময় তাঁদেরকে আপ্যায়ন করেন তিনি। এ খবর পেয়ে মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজনসহ একটি দল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, এমন অভিযোগ এনে হামলা চালান। এ সময় প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে ওই কক্ষেই আটকে রেখে চলে আসেন তাঁরা। পরে শিক্ষার্থী ও বিএনপির নেতারা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদ মিন্টু মহিলা দলনেত্রী ফরিদা ইয়াসমিনের সমর্থক। ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে রবিউল ইসলাম সরকার সাবেক এমপি শহিদুল ইসলামের সমর্থক।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন কথা বলার অবস্থায় নেই। কারা হামলা চালিয়েছে, তা জানাজানি হয়ে গেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৫ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৩০ মিনিট আগে