রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের আঘাতে ছবিয়া খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। ঝড়ে ঘরবাড়ি, গাছ-গাছালি, বৈদ্যুতিক তার, খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতদের বাড়ি পরিদর্শন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
নিহত ছবিয়া খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী (ভিটাপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), লালবানু (৩৫), লালকুড়া গ্রামের নুর হোসেন (৩৫), আব্দুল হাই (৪০), লুৎফর রহমান (৪৫), মরিয়ম (৩৫), ফরিজল (৪৫), আছমা খাতুন (৩৫), হনুফা (২৫), মিনহাজ (৪০), হারিজ (২৮)। বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মামুন মিয়া (৪৩)।
নিহত ছবিয়ার স্বামী দুলাল হোসেন বলেন, ‘আকাশ খারাপ দেখে আমরা বাড়ির উঠানে রাখা ভুট্টা ঘরে তুলছিলাম—এমন সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি গাছ ভেঙে আমাদের ওপর পড়ে। এতে আমার স্ত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
বকবান্দা নামাপাড়া গ্রামের ফজর আলী বলেন, ‘অনেক কষ্টে টাকা জমিয়ে একটি নতুন বাড়ি বানিয়েছিলাম। গতকাল সন্ধ্যায় মিলাদ মাহফিল করা হয়। খাওয়া-দাওয়া শেষ হয়নি এমন সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমার নতুন বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। চালের একটি টিনেরও খোঁজ পাইনি। এখন কীভাবে থাকব, কী দিয়ে ঘর তুলব, এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
ফজর আলী আক্ষেপ করে বলেন, ‘হায়রে কপাল! নতুন বাড়িতে একটি রাতও থাকা হলো না আমার।’
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘উপজেলার রৌমারী সদর, বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৪টি বাড়ি নিশ্চিহ্ন, প্রায় ৩ শতাধিক ঘর ভেঙে গেছে, উল্টে গেছে ৫টি বৈদ্যুতিক খুঁটি, ৫৭ স্থানে তার বিচ্ছিন্ন হয়েছে। বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। নিহত পরিবারকে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। যে ৪টি বাড়ি নিশ্চিহ্ন হয়েছে, তাদের প্রাথমিকভাবে চাল ও ৬টি তাবু দেওয়া হয়েছে।’

কুড়িগ্রামের রৌমারীতে গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের আঘাতে ছবিয়া খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। ঝড়ে ঘরবাড়ি, গাছ-গাছালি, বৈদ্যুতিক তার, খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতদের বাড়ি পরিদর্শন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
নিহত ছবিয়া খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী (ভিটাপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), লালবানু (৩৫), লালকুড়া গ্রামের নুর হোসেন (৩৫), আব্দুল হাই (৪০), লুৎফর রহমান (৪৫), মরিয়ম (৩৫), ফরিজল (৪৫), আছমা খাতুন (৩৫), হনুফা (২৫), মিনহাজ (৪০), হারিজ (২৮)। বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মামুন মিয়া (৪৩)।
নিহত ছবিয়ার স্বামী দুলাল হোসেন বলেন, ‘আকাশ খারাপ দেখে আমরা বাড়ির উঠানে রাখা ভুট্টা ঘরে তুলছিলাম—এমন সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি গাছ ভেঙে আমাদের ওপর পড়ে। এতে আমার স্ত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
বকবান্দা নামাপাড়া গ্রামের ফজর আলী বলেন, ‘অনেক কষ্টে টাকা জমিয়ে একটি নতুন বাড়ি বানিয়েছিলাম। গতকাল সন্ধ্যায় মিলাদ মাহফিল করা হয়। খাওয়া-দাওয়া শেষ হয়নি এমন সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমার নতুন বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। চালের একটি টিনেরও খোঁজ পাইনি। এখন কীভাবে থাকব, কী দিয়ে ঘর তুলব, এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
ফজর আলী আক্ষেপ করে বলেন, ‘হায়রে কপাল! নতুন বাড়িতে একটি রাতও থাকা হলো না আমার।’
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘উপজেলার রৌমারী সদর, বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৪টি বাড়ি নিশ্চিহ্ন, প্রায় ৩ শতাধিক ঘর ভেঙে গেছে, উল্টে গেছে ৫টি বৈদ্যুতিক খুঁটি, ৫৭ স্থানে তার বিচ্ছিন্ন হয়েছে। বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। নিহত পরিবারকে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। যে ৪টি বাড়ি নিশ্চিহ্ন হয়েছে, তাদের প্রাথমিকভাবে চাল ও ৬টি তাবু দেওয়া হয়েছে।’

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৪ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে