চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর কমায় নাব্যতা-সংকট দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ট্রাকসহ শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিন দেখা গেছে, শত শত যানবাহন ফেরি বন্ধ থাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। জানতে চাইলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা হেলপার আমিনুল ইসলাম বলেন, ‘পাথর নিয়ে এসেছি, এসে শুনি ফেরি বন্ধ। কবে যে ফেরি চালু করবে, জানি না। ফেরি না চলাচল করা পর্যন্ত এখানেই থাকতে হবে।’
এদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে খননকাজ শুরু হয়েছে জানিয়ে দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফুট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফুট করলে ফেরি চলাচল শুরু হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হওয়ায় ফেরির নিচের অংশ নদে আটকে যায়। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে খনন না করা পর্যন্ত সাময়িকভাবে সার্ভিস বন্ধ রাখা হয়েছে। খনন শেষে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর কমায় নাব্যতা-সংকট দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ট্রাকসহ শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিন দেখা গেছে, শত শত যানবাহন ফেরি বন্ধ থাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। জানতে চাইলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা হেলপার আমিনুল ইসলাম বলেন, ‘পাথর নিয়ে এসেছি, এসে শুনি ফেরি বন্ধ। কবে যে ফেরি চালু করবে, জানি না। ফেরি না চলাচল করা পর্যন্ত এখানেই থাকতে হবে।’
এদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে খননকাজ শুরু হয়েছে জানিয়ে দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফুট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফুট করলে ফেরি চলাচল শুরু হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হওয়ায় ফেরির নিচের অংশ নদে আটকে যায়। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে খনন না করা পর্যন্ত সাময়িকভাবে সার্ভিস বন্ধ রাখা হয়েছে। খনন শেষে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে