নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।
উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’
নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।
উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’
নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪২ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে