Ajker Patrika

ভূরুঙ্গামারীতে মেরামতের সময় আগুনে পুড়ল বাস

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
ভূরুঙ্গামারীতে মেরামতের সময় আগুনে পুড়ল বাস
বাস-আগুনে জ্বলছে আহসান এন্টারপ্রাইজের বাস। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে আহসান এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসটি মেরামতের জন্য নিয়ে গেলে এই আগুন লাগে।

এদিকে আগুন নেভাতে গিয়ে বাসের চালক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার নূর আলম বলেন, বাসটি সকালে ঢাকা থেকে ভূরুঙ্গামারী আসে। বাসের একটি সিটে সমস্যা দেখা দেওয়ায় সেটি ঝালাই দিয়ে মেরামত করতে ওয়ার্কশপে নেওয়া হয়। ঝালাই করার সময় যে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, ওই স্ফুলিঙ্গ থেকে সম্ভবত আগুন লেগেছে।

নূর আলম আরও বলেন, আগুন নেভাতে গিয়ে বাসের চালক সাজু জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চালকের সহযোগী সোহেল রানা বলেন, ‘সিট মেরামত করানোর পর ওয়ার্কশপ থেকে গাড়ি নিয়ে এসে চাকা পরিবর্তন করা হচ্ছিল। এমন সময় বাসের জানালা ও পেছনের গ্লাস ভেঙে আগুন বাইরে বেরিয়ে এলে বুঝতে পারি বাসে আগুন লেগেছে।’

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুন লেগেছে। আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত