কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এর প্রতিবাদে কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দুই ঘণ্টারও বেশি সময় কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। আজ বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
লাঞ্ছিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। তিনি বলেন, ‘বিষয়টি শুনে উভয় পক্ষকে ডেকে সমাধান করে দিয়েছি।’
অভিযোগ ওঠা ঠিকাদার হলেন গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ওই কার্যালয়ে বৈঠক চলার সময় ঠিকাদার বিদ্যুৎ সেখানে গিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান ও কর্মচারীদের গালাগাল করেন। কর্মচারীরা এর প্রতিবাদ করলে ঠিকাদার মারমুখী হন। এরপর উপজেলা প্রকৌশলী ও অন্য কর্মচারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা প্রকৌশলী ফিরোজুর বলেন, ‘আজ সকালে ঠিকাদার বিদ্যুৎ একটি কাজের বিল নিয়ে আসেন এবং আমাদের ওপর হঠাৎ চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে। ওই ঠিকাদার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।’
ঠিকাদার বিদ্যুৎ কার্যালয়ের কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে দাবি করে প্রকৌশলী ফিরোজুর। তিনি বলেন, ‘আজ একটি কাজ বুঝে নিতে চাইলে তিনি রেগে যান। কাজ বাস্তবায়নে সাইট ভিজিট করতে চাইলেও সমস্যা সৃষ্টির চেষ্টা করেন। তিনি সিনিয়র মানুষ বলে আমরা তেমন কিছু বলি না। এবার তিনি সীমা অতিক্রম করেন।’
ঠিকাদার বিদ্যুৎ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো গালিগালাজ করিনি। আমার একটি কাজের বিলের বিষয় নিয়ে কথা বলেছি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যরা মিলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। সুতরাং, ভুল স্বীকার করার প্রশ্নও ওঠে না।’

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এর প্রতিবাদে কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দুই ঘণ্টারও বেশি সময় কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। আজ বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
লাঞ্ছিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। তিনি বলেন, ‘বিষয়টি শুনে উভয় পক্ষকে ডেকে সমাধান করে দিয়েছি।’
অভিযোগ ওঠা ঠিকাদার হলেন গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ওই কার্যালয়ে বৈঠক চলার সময় ঠিকাদার বিদ্যুৎ সেখানে গিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান ও কর্মচারীদের গালাগাল করেন। কর্মচারীরা এর প্রতিবাদ করলে ঠিকাদার মারমুখী হন। এরপর উপজেলা প্রকৌশলী ও অন্য কর্মচারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা প্রকৌশলী ফিরোজুর বলেন, ‘আজ সকালে ঠিকাদার বিদ্যুৎ একটি কাজের বিল নিয়ে আসেন এবং আমাদের ওপর হঠাৎ চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে। ওই ঠিকাদার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।’
ঠিকাদার বিদ্যুৎ কার্যালয়ের কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে দাবি করে প্রকৌশলী ফিরোজুর। তিনি বলেন, ‘আজ একটি কাজ বুঝে নিতে চাইলে তিনি রেগে যান। কাজ বাস্তবায়নে সাইট ভিজিট করতে চাইলেও সমস্যা সৃষ্টির চেষ্টা করেন। তিনি সিনিয়র মানুষ বলে আমরা তেমন কিছু বলি না। এবার তিনি সীমা অতিক্রম করেন।’
ঠিকাদার বিদ্যুৎ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো গালিগালাজ করিনি। আমার একটি কাজের বিলের বিষয় নিয়ে কথা বলেছি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যরা মিলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। সুতরাং, ভুল স্বীকার করার প্রশ্নও ওঠে না।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে