Ajker Patrika

ভৈরবে সিএনজি অটোরিকশাকে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৮
ভৈরবে সিএনজি অটোরিকশাকে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব জগন্নাথপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শাহিন (২৩) এবং তাঁর বাবার নাম পরশ আলী। অন্যরা হলেন অটোরিকশার যাত্রী রাজন (১৭), তাঁর বাবার নাম আব্দুল রাজ্জাক। উভয়ের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি অটোরিকশা ও দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। কাভার্ড ভ্যান দুটি ভৈরব জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ আরোহীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। কাভার্ড ভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত