ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত শনিবার (১১ মার্চ) রাতে শহরের ভৈরবপুর উত্তর পাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণ পাড়া বাওরার বাড়ির কিশোর গ্যাংয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
গুরুতর আহত ব্যক্তি হলেন—দক্ষিণ পাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে সোহানুর রহমান সোহান। এ ছাড়াও আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল সাজিদুর রহমান সাজিদ ও কনস্টেবল আমিনুল ইসলাম। বাকি পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ভৈরবপুর উত্তর পাড়ার আলিম সরকার বাড়ির নূরের সঙ্গে বাওরার বাড়ির প্রান্তসহ কয়েকজন তরুণের মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু এর আগেই রাত সাড়ে ৭টার দিকে দুই গ্রুপের কিশোররা বল্লম, রামদা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দফায় দফায় পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষ থামাতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাওরার বাড়ির প্রান্ত বলেন, ‘আলিম সরকার বাড়ির ছেলেরা প্রতিনিয়তই মোটরসাইকেলের সাইলেন্সারের মাধ্যমে বিকট শব্দে রাস্তায় চলাফেরা করে। গত শুক্রবার এবং শনিবার বিকেলে নূর ও হলুদ নামে দুটি ছেলে একইভাবে মোটরসাইকেলে বিকট শব্দ করে আমাদেরকে উত্তেজিত করে। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে আমাদের এলাকার কিছু মুরব্বিদের সঙ্গেও তারা বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে।’
অপরদিকে আলিম সরকার বাড়ির শরীফ মিয়া বলেন, ‘ইটালী থেকে আমাদের এলাকার নুরু মিয়া দেশে এসে তার মোটরসাইকেলে সাইলেন্সার লাগিয়ে গতকাল ট্রায়াল দিতে গিয়ে বাওরার বাড়ির দিকে গেলে তাকে আটকে রাখে। পরে বিষয়টি সমাধানে স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নেন। কিন্তু এর আগেও তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রপাত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কেন্দ্র করে দু-গ্রুপের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত শনিবার (১১ মার্চ) রাতে শহরের ভৈরবপুর উত্তর পাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণ পাড়া বাওরার বাড়ির কিশোর গ্যাংয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
গুরুতর আহত ব্যক্তি হলেন—দক্ষিণ পাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে সোহানুর রহমান সোহান। এ ছাড়াও আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল সাজিদুর রহমান সাজিদ ও কনস্টেবল আমিনুল ইসলাম। বাকি পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ভৈরবপুর উত্তর পাড়ার আলিম সরকার বাড়ির নূরের সঙ্গে বাওরার বাড়ির প্রান্তসহ কয়েকজন তরুণের মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু এর আগেই রাত সাড়ে ৭টার দিকে দুই গ্রুপের কিশোররা বল্লম, রামদা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দফায় দফায় পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষ থামাতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাওরার বাড়ির প্রান্ত বলেন, ‘আলিম সরকার বাড়ির ছেলেরা প্রতিনিয়তই মোটরসাইকেলের সাইলেন্সারের মাধ্যমে বিকট শব্দে রাস্তায় চলাফেরা করে। গত শুক্রবার এবং শনিবার বিকেলে নূর ও হলুদ নামে দুটি ছেলে একইভাবে মোটরসাইকেলে বিকট শব্দ করে আমাদেরকে উত্তেজিত করে। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে আমাদের এলাকার কিছু মুরব্বিদের সঙ্গেও তারা বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে।’
অপরদিকে আলিম সরকার বাড়ির শরীফ মিয়া বলেন, ‘ইটালী থেকে আমাদের এলাকার নুরু মিয়া দেশে এসে তার মোটরসাইকেলে সাইলেন্সার লাগিয়ে গতকাল ট্রায়াল দিতে গিয়ে বাওরার বাড়ির দিকে গেলে তাকে আটকে রাখে। পরে বিষয়টি সমাধানে স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নেন। কিন্তু এর আগেও তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রপাত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কেন্দ্র করে দু-গ্রুপের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে