ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এক বগি লাইনচ্যুত এবং আরও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রেনের বেশ কয়জন যাত্রী। আজ শুক্রবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ৩ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা ঢাকা-১ এর মো. সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার নুরুন্নবী জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে সকালে সাড়ে নয়টার দিকে পৌঁছায়। তখন চালকের পরিবর্তে এক সহকারী ইঞ্জিনটিকে ঘুরিয়ে আনছিলেন। কিন্তু গতি বেশি থাকায় ইঞ্জিন সজোরে বগিতে ধাক্কা দেয়।
‘ফলে মুহূর্তেই একটি বগি লাইনচ্যুত ও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়। এ সময় বগি সংযুক্তকারী রেলওয়ে কর্মাচারী প্রাণে রক্ষা পায়। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।’
নুরুন্নবী আরও জানান, ট্রেন দুর্ঘটনার ফলে বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত ৩টি বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনচালক আব্দুস সাত্তার তাঁর সহযোগী সিদ্দিকুর রহমানকে ইঞ্জিন ঘোরানোর দায়িত্ব দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে চা পান করতে যান। ওই অদক্ষ সহযোগীকে ইঞ্জিন চালাতে দেওয়াতেই এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া তিনটি বগির দরজা, জানালা, গ্লাস ও সিঁড়ি ভেঙে যায়।

কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এক বগি লাইনচ্যুত এবং আরও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রেনের বেশ কয়জন যাত্রী। আজ শুক্রবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ৩ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা ঢাকা-১ এর মো. সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার নুরুন্নবী জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে সকালে সাড়ে নয়টার দিকে পৌঁছায়। তখন চালকের পরিবর্তে এক সহকারী ইঞ্জিনটিকে ঘুরিয়ে আনছিলেন। কিন্তু গতি বেশি থাকায় ইঞ্জিন সজোরে বগিতে ধাক্কা দেয়।
‘ফলে মুহূর্তেই একটি বগি লাইনচ্যুত ও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়। এ সময় বগি সংযুক্তকারী রেলওয়ে কর্মাচারী প্রাণে রক্ষা পায়। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।’
নুরুন্নবী আরও জানান, ট্রেন দুর্ঘটনার ফলে বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত ৩টি বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনচালক আব্দুস সাত্তার তাঁর সহযোগী সিদ্দিকুর রহমানকে ইঞ্জিন ঘোরানোর দায়িত্ব দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে চা পান করতে যান। ওই অদক্ষ সহযোগীকে ইঞ্জিন চালাতে দেওয়াতেই এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া তিনটি বগির দরজা, জানালা, গ্লাস ও সিঁড়ি ভেঙে যায়।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে