Ajker Patrika

হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কিশোরগঞ্জ প্রতিনিধি
হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
পুলিশের কাছে সোপর্দ করা হেলাল উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার সকালে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে হত্যার বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে হেলাল উদ্দিন। এ সময় গ্রামবাসী একত্র হয়ে তাঁকে আটক করে ও গণধোলাই দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতার হামলায় একটি গোয়ালঘরে আশ্রয় নেন হেলাল মিয়া। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু সেখানেও হামলার শিকার হচ্ছেন তিনি।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ জনতার হাত থেকে হেলাল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আমাদের হেফাজতে নিয়েছি।’

উল্লেখ্য, কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যুর খবর শুনে দেশে এসেছিলেন হাবিবুল্লাহ। দুই মাস আগে হাবিবউল্লাহর বড় ভাইয়ের ছেলে সাত্তারের সঙ্গে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলে জোবায়েদের সঙ্গে। সেই ঘটনাটি মীমাংসার চেষ্টা চালান হাবিবুল্লাহ। কিন্তু সমাধান হয়নি।

সেই ঝগড়ার জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালান হেলাল, মুখলেসসহ অজ্ঞাত সাত-আটজন। দেশীয় অস্ত্র, রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত