Ajker Patrika

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা। তিনি ছেলে আল আমিনকে নিয়ে দীর্ঘদিন ধরে ভৈরবপুর কেবি হাউস এলাকায় জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পাশের রুমের এক বাসিন্দা হঠাৎ চিৎকার শুনে হাফিজ উদ্দিনের কক্ষে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রক্তাক্ত অবস্থায় হাফিজ উদ্দিনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শক্তি মৃধা বলেন, ‘রাতেই ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আল আমিনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘আল আমিনকে আটক করা হয়েছে। মামলা হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত