চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’
বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’
বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৭ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে