Ajker Patrika

নাশকতার মামলায় চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২১: ৩৩
নাশকতার মামলায় চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী কারাগারে

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’ 

জামিন না পাওয়া বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের কারাগারে পাঠানো হয়।বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত