ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

করোনার বিরুদ্ধে লড়ছে বিশ্ব; টিকা গ্রহণের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এর মাঝে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ফকিরহাট উপজেলা করোনাভাইরাস টিকা সুরক্ষা বলয়ের (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছেছে।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে, ফকিরহাটে জনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। এদের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে করোনাভাইরাসের টিকার নিবন্ধনযোগ্য লোকসংখ্যা প্রায় ১ লাখ ২০০ জন। শতকরা ৮০ ভাগ লোক করোনা ভাইরাসের টিকা নিলে সুরক্ষা বলয় তৈরি হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সে হিসেবে উপজেলা ৮০ হাজার ১৬০ জন করোনা টিকা গ্রহণ করলে প্রাকৃতিকভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বলয় বা হার্ড ইমিউনিটি তৈরি হবে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রায় ৬৯ হাজার ৪৫০ জন। যা সুরক্ষা বলয় অর্জনের কাছাকাছি এবং শতকরা হিসেবে জেলার মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার। বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার আরও বলেন, নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ‘ইমিউনিটি’ বা রোগ সংক্রমণ থেকে নিরাপত্তা পায় তখন পরোক্ষভাবে ওই পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ‘হার্ড ইমিউনিটি’ বা সুরক্ষা বলয়।
অসিম কুমার আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাদের শরীরে ‘ইমিউনিটি’ তৈরি নাও করে, তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ, আশপাশের মানুষের মাঝে যেহেতু ‘ইমিউনিটি’ তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে এ সুরক্ষা বলয় তৈরি করার চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, পোস্টার ও বিভিন্ন সভায় করোনা টিকা গ্রহণ করার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। সরকারি সেবা, ইউনিয়ন পরিষদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে টিকার আওতায় আসার জন্য উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাস টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে।
এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ লোক টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদেরও টিকার আওতায় আনায় শতকরা হার ৬৯.৩ ভাগে নেমে এসেছে। তবে যেভাবে টিকা কাজ চলছে তাতে খুব অল্প সময়ের মধ্যে সুরক্ষা বলয়ে ঢুকতে পারার প্রত্যাশা চেয়ারম্যানের।

করোনার বিরুদ্ধে লড়ছে বিশ্ব; টিকা গ্রহণের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এর মাঝে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ফকিরহাট উপজেলা করোনাভাইরাস টিকা সুরক্ষা বলয়ের (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছেছে।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে, ফকিরহাটে জনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। এদের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে করোনাভাইরাসের টিকার নিবন্ধনযোগ্য লোকসংখ্যা প্রায় ১ লাখ ২০০ জন। শতকরা ৮০ ভাগ লোক করোনা ভাইরাসের টিকা নিলে সুরক্ষা বলয় তৈরি হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সে হিসেবে উপজেলা ৮০ হাজার ১৬০ জন করোনা টিকা গ্রহণ করলে প্রাকৃতিকভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বলয় বা হার্ড ইমিউনিটি তৈরি হবে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রায় ৬৯ হাজার ৪৫০ জন। যা সুরক্ষা বলয় অর্জনের কাছাকাছি এবং শতকরা হিসেবে জেলার মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার। বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার আরও বলেন, নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ‘ইমিউনিটি’ বা রোগ সংক্রমণ থেকে নিরাপত্তা পায় তখন পরোক্ষভাবে ওই পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ‘হার্ড ইমিউনিটি’ বা সুরক্ষা বলয়।
অসিম কুমার আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাদের শরীরে ‘ইমিউনিটি’ তৈরি নাও করে, তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ, আশপাশের মানুষের মাঝে যেহেতু ‘ইমিউনিটি’ তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে এ সুরক্ষা বলয় তৈরি করার চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, পোস্টার ও বিভিন্ন সভায় করোনা টিকা গ্রহণ করার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। সরকারি সেবা, ইউনিয়ন পরিষদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে টিকার আওতায় আসার জন্য উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাস টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে।
এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ লোক টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদেরও টিকার আওতায় আনায় শতকরা হার ৬৯.৩ ভাগে নেমে এসেছে। তবে যেভাবে টিকা কাজ চলছে তাতে খুব অল্প সময়ের মধ্যে সুরক্ষা বলয়ে ঢুকতে পারার প্রত্যাশা চেয়ারম্যানের।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে