Ajker Patrika

কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রতিনিধি, কালিয়া (নড়াইল) 
কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইটসহ (৫২) দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

রাসেল উপজেলার চোরখালী গ্রামের মৃত আব্দুল হাই খানের ছেলে। নিহত আরেকজন হলেন উপজেলার টোনা গ্রামের ফটিক সরদারের ছেলে মো. শওকত সরদার (৫৪)। 

চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যান খান রাসেল সুইট সপ্তাহখানেক আগে একটি নতুন গাড়ি কিনেছেন। গতকাল সন্ধ্যায় তিনি তাঁর আত্মীয় উপজেলার টোনা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ওয়ালিউল্লাহ ও শওকত সরদারকে নিয়ে ওই গাড়িতে করে ঘুরতে বের হন। রাত সাড়ে ১০টার দিকে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় ও পরে রাস্তার পাশের গর্তে পড়ে তলিয়ে যায়। এতে চেয়ারম্যান সুইট খান ও শওকত সরদার (৫৪) ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের অপর সঙ্গী মো. ওয়ালিউল্লাহ আহত হন। 
 
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত