ঝিনাইদহ প্রতিনিধি

ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’

ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৪ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে